খেলাধুলা

শেষ মুহূর্তের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

প্রথমার্ধে পিয়াস আহমেদ নোভার লক্ষ্যভেদে বাংলাদেশ এগিয়ে যায়। বিরতির পর ভুটান গোল করে ম্যাচে সমতায় ফেরে। ম্যাচ যখন ড্রয়ের পথে ঠিক সেই সময় জ্বলে উঠেন আশরাফুল হক। বদলি নেমে দলকে তিন পয়েন্ট নিশ্চিত করেন। এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাংলাদেশ ২-১ গোলে ভুটানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) শেখ আলী বিন মুহাম্মদ খলিফা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বাংলাদেশের আধিপত্য চলতে থাকে। তবে প্রথমার্ধে একটির বেশি গোল আসেনি।

ম্যাচ শুরুর ২৫ মিনিটে বাংলাদেশ নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়। সতীর্থের ডান প্রান্তের ভাসিয়ে দেওয়া বলে পিয়াস আহমেদ নোভা লাফিয়ে উঠে হেড নিলেও তা লক্ষ্যে পৌঁছায়নি। গোলকিপার দর্জি গেইলশেন ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করে দলকে বাঁচান।

তবে ৩৩ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। ডান দিক দিয়ে রফিকুল ইসলাম বক্সে ঢুকে পাস দেওয়ার মুহূর্তে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলকিপার স্বয়ং, তবে আটকাতে পারেননি মিডফিল্ডার রফিকুল ইসলামকে। নিখুঁত পাস থেকে পিয়াস আহমেদ নোভা প্লেসিং শটে লক্ষ্যভেদ করতে ভুল করেননি।

বিরতি পর ভুটান কিছুটা তেড়েফুঁড়ে খেলতে থাকে।

৬০ মিনিটে সফলও হয় দলটি। সতীর্থের পাসে বদলি নেমে সান্তা কুমার লেম্বু দুই ডিফেন্ডারকে ডজ দিয়ে ডান পায়ের কোনাকুনি শটে শান্ত ‍কুমারকে হারিয়ে দেন।

বাংলাদেশ আবারও আক্রমণে উঠে।

৭৫ মিনিটে রফিকুলের কর্নারে রাজিব হোসেনের হেড পোস্টের বাইরে দিয়ে গেলে হতাশ হতে হয়। ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে রাজন মিয়ার জোরালো শট গোলকিপার সহজেই তালুবন্দি করেন।

তবে ৮৮ মিনিটে কর্নার থেকে আশরাফুল হক হেডে গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন।

আগামী ১৬ সেপ্টেম্বর কাতারের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

Back to top button