আন্তর্জাতিক

‘মায়ের মতো ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করবো’

মা রানি দ্বিতীয় এলিজাবেথের অঙ্গীকার নবায়নের কথা বলেছেন নতুন রাজা তৃতীয় চার্লস ফিলিপ আর্থার জর্জ। তিনি বলেন, ‘পুরো রাজপরিবারের পক্ষ থেকে গভীর শোকের অনুভূতি নিয়ে আমি কথা বলছি। মা যে অঙ্গীকার করেছিলেন- সেই একই অঙ্গীকার আমি নবায়ন করতে চাই। রাজত্বের সূচনায় ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ যে অঙ্গীকার করেছিলেন সে অনুযায়ী সম্মান, মর্যাদা এবং ভালোবাসার সঙ্গে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করবো।’

শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তার এ ভাষণ সরাসরি টিভিতে সম্প্রচারিত হয়।

রাজা চার্লস আরও বলেন, ‘রানি এলিজাবেথের মৃত্যুতে আমরা শোকাহত। আমার প্রিয় মা, আপনি শেষ যাত্রা শুরু করেছেন। এ অবস্থায় আমি কেবল বলতে চাই- আপনাকে ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘রানি নিজে যেমন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, ঈশ্বর আমাকে যতটুক সময় দিয়েছেন আমিও এই সময়ে সাংবিধানিক নীতিগুলোকে সমুন্নত রাখার জন্য কাজ করে যাবো।’

প্রসঙ্গত, সত্তর বছর সিংহাসনে থাকার পর রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে মারা যান। বাকিংহাম প্রাসাদসহ রাজকীয় বিভিন্ন বাসভবনের সামনে শুক্রবার সারাদিন অসংখ্য মানুষ ফুল দিয়ে প্রয়াত রানির জন্য শোক ও শ্রদ্ধা প্রকাশ করেন। গির্জাগুলোতে ঘণ্টাধ্বনির পাশাপাশি বিভিন্ন শহরে তোপধ্বনি করা হয়।

এদিকে রানির ছেলে রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এখন ব্রিটিশ ইতিহাসের এক নতুন যুগের সূচনা হচ্ছে।

সূত্র: বিবিসি

Back to top button