কুলাউড়ামৌলভীবাজার

কুলাউড়া চাতলাপুর স্টেশন দিয়ে ভারত গেলো ২ হাজার কেজি ইলিশ

টাইমস ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের কৈলা শহরে দুই হাজার কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে। এই স্থলবন্দর দিয়ে এটিই ইলিশের প্রথম চালান।

শুক্রবার আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান জারা এন্টার প্রাইজের মাধ্যমে কৈলা শহরের ব্যবসায়ী আব্দুল মুহিত ইলিশগুলো আমদানি করেন।

প্রতি কেজি ৮ ডলার মূল্যে বাংলাদেশি ১৫ লাখ ১৫ হাজার ৮০০ টাকায় দুই হাজার কেজি ইলিশ রপ্তানি হয়েছে।

জারা এন্টার প্রাইজের জসিম উদ্দিন জানান, এ স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রথম ইলিশের রপ্তানি এটি।

চাতলা পুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রেজাউল কবির কাজল জানান, চলতি বছর এই প্রথম বাংলাদেশি ইলিশ স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতে রপ্তানি করা হলো।

Back to top button