গোলাপগঞ্জসিলেট

গোলাপগঞ্জে চিকিৎসা নিতে এসে ‘ধর্ষণের শিকার’ নারী, বিয়ানীবাজার থেকে কবিরাজ গ্রেপ্তার

টাইমস ডেস্কঃ গোলাপগঞ্জে কবিরাজী চিকিৎসা নিতে এসে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে াভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ওই নারী একটি মামলা দায়ের করলে প্রধান অভিযুক্ত কবিরাজ সুহেল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে র‍্যাব ও গোলাপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিয়ানীবাজার থানার দুবাগ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কবিরাজ সুহেল মিয়া আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের সইর আলির পুত্র।

জানা যায়, কানাইঘাট উপজেলা থেকে কবিরাজী চিকিৎসা নেওয়ার জন্য এক নারী গত ১ সেপ্টেম্বর সুহেল মিয়ার কাছে আসলে সে বিভিন্ন টালবাহানায় নারীকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। এরপর সন্ধ্যা অনুমান ৭টার দিকে অপর আরেক আসামিসহ কবিরাজ সুহেল নারীকে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে। এ ঘটনার পর ওই ভুক্তভোগী নারী গত ৪ সেপ্টেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং ০৫, তারিখ ০৪/০৯/২২ইং) দায়ের করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।

Back to top button