রোগীকে নিজেদের ক্লিনিকে নিতে দুই নারীর তুমুল মারামারি

এবার মাদারীপুরের সরকারি হাসপাতালগুলোতে বেড়েই চলেছে বেসরকারি ক্লিনিক ব্যবসায়ীদের দৌরাত্ম। প্রতিনিয়ত সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আশা রোগীসহ তাদের আত্মীয়রা ক্লিনিক মালিকদের নিয়োগকৃত পুরুষ ও নারী কর্মীদের হাতে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হচ্ছেন।
এদিকে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আশা রোগীদের নিজের ক্লিনিকে ভাগিয়ে নিতে গিয়ে একাধিক ক্লিনিক কর্মীদের মধ্যে মাঝে মাঝে হাতাহাতি ও মারামারির ঘটনাও ঘটে।
আজ শুক্রবার ৯ সেপ্টেম্বর সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ভাগিয়ে নিতে গিয়ে হেলেনা ও রোজিনা নামের দুই নারী ক্লিনিক কর্মীর মধ্যে মারামারি, এবং একপর্যায়ে পরস্পরকে জুতাপেটার ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় সেবাগ্রহীতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার পরপর দুই নারী ক্লিনিক কর্মী গা ঢাকা দিয়েছেন। ক্লিনিকগুলোর এ সকল কর্মকাণ্ডসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন।