সিলেটে যুবদলের কাউন্সিলে ‘মোবাইল’ নিষিদ্ধ

টাইমস ডেস্কঃ দীর্ঘ ১৯ বছর পর সিলেট জেলা যুবদলের কাউন্সিল কাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।তার পরদিন রোববার মহানগর যুবদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে।
কাউন্সিলে ভোট প্রদানের বুথে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) কামরুজ্জামান দুলাল।
জানা গেছে, সিলেট জেলা যুবদলের কাউন্সিল রেজিস্টারি মাঠে এবং মহানগর যুবদলের কাউন্সিল কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে।
একাধিক যুবদল নেতারা জানান, কাউন্সিলরদের উপর তাদের নেতাদের নানা চাপ থাকে। কাকে ভোট দেওয়া হয়েছে, এর ছবি তুলেও দেখাতে হয় নেতাদের। এতে কাউন্সিলররা নেতার চাওয়ার বাইরের কাউকে ভোট দিতে পারেন না।
এ বিষয়টি যাতে এবার না ঘটে, সেজন্য ভোটের বুথে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে কাউন্সিলররা তাদের ইচ্ছেমতো যে কাউকে ভোট দিতে পারবেন।