সিলেট

ফের বিশেষজ্ঞ মতামত চাইবেন মেয়র আরিফ

ওয়েছ খছরু: সিলেটের জলাবদ্ধতা নিরসনসহ শৃঙ্খলা ফেরাতে প্রায় ৪ বছর আগে বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ শুরু করেছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী। নগর দিয়ে প্রবাহিত ছড়া, খাল উদ্ধার এবং পরবর্তীতে ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন করেন। কিন্তু কোনো সাফল্য মিলছে না। ফের জলাবদ্ধ হয়ে যাচ্ছে নগরী। কয়েক ঘণ্টা বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় নগরের রাজপথ। গত সোমবার মিললো এর প্রমাণ। ভোরের কয়েক ঘণ্টা বৃষ্টিতে সকাল হতেই নগরের অর্ধেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ওইদিন সড়ক উপচে পানি ঢোকে বাসা-বাড়িতে। ব্যবসা প্রতিষ্ঠানের অনেক ক্ষয়ক্ষতি হয়। নগরবাসী পড়েন চরম ভোগান্তিতে।

এতে জিন্দাবাজার, বারুতখানা, হাওয়াপাড়া, রাজারগলি, উপশহর, যতরপুর, ছড়ারপাড়, ভাতালিয়া, জল্লারপাড়, তালতলা, চৌহাট্টা, সুবিদবাজার, ঘাসিটুলা, শামীমাবাদ, শিবগঞ্জ, নয়াবাজার, খাসদবির, মেডিকেল রোড, মজুমদারিসহ বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে যায়। মানুষরা দুর্ভোগে পড়েন। ড্রেনের ময়লা-আবর্জনা ঢোকে বাসা-বাড়িতে। ২০১৩ সালে ভোটের আগে এমনি জলাবদ্ধতায় বিতর্কিত হয়েছিলেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানও। জলাবদ্ধতা বিতর্কে পড়েই তিনি শেষ পর্যন্ত পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারেননি। দীর্ঘ ৯ বছর পর আবারো সেই বিতর্ক। আলোচ্য বিষয় জলাবদ্ধতা।

মেয়র আরিফ অসুস্থ অবস্থায় ছিলেন বাসায়। ওখানে বসেই সব সমালোচনা হজম করতে হয় তাকে। গত দু’দিন ধরে এসে বাইরে ঘুরে দেখছেন নগর। কেন হচ্ছে জলাবদ্ধতা সেটিও খুঁজছেন। গতকাল এ নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানিয়েছেন- বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসবেন। জানবেন তাদের মতামত। অবস্থার উন্নতি ঘটাতে নেবেন পরামর্শও। গতকাল দুপুরে নির্মাণাধীন সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মেয়র আরিফ বলেন, ‘শুধু বলা হচ্ছে; অপরিকল্পিত উন্নয়নের ফলে সিলেট নগরীতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। অথচ অপরিকল্পিত উন্নয়নটি কেউ চিহ্নিত করে দেখাচ্ছে না। মূলত জলবায়ু পরিবর্তন, নগরীর বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় উচ্চতা এবং জায়গা নিয়ে ড্রেনেজ ব্যবস্থা করতে প্রতিবন্ধকতা সৃষ্টি, শহরের পানি যেসব রাস্তা দিয়ে বাইরে গিয়ে পড়বে, সেসব জায়গায় ভরাট বা প্রতিবন্ধকতা- এসব কারণেই সিলেট শহরে ইদানীং জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

উন্নয়ন অপরিকল্পিত হয়নি। তারপরেও নগরবাসীকে ভোগান্তি থেকে রেহাই দিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, খুব দ্রুত বিশেষজ্ঞ একটি টিমের সঙ্গে বৈঠক করবো এবং অবস্থার উন্নতির লক্ষ্যে তাদের পরামর্শমতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।’ এদিকে- সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা দূর করতে প্রায় ১২০০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে। টাকা ছাড়েও বিলম্ব হওয়ার কারণে অনেক জায়গায় কাজ অর্ধেক আটকে যায়। এতে করে জলাবদ্ধতা নিরসন কাজে ধীরগতি হচ্ছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। তারা জানিয়েছেন- বিশেষজ্ঞদের মতামত নিয়েই সিলেটে জলাবদ্ধতা দূর করতে কাজ শুরু করা হয়। গেল কয়েক মাসে সিলেটে জলবায়ু পরিবর্তনের কারণে অধিক পরিমাণ ভারী বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতে জলাবদ্ধতা দেখা দিলেও বেশিক্ষণ স্থায়ী হয় না। সকালের জলজট বিকালের আগেই কমে যায়। তবে- তার আগে মানুষের দুর্ভোগ হয়। এই দুর্ভোগ কমানোই হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ। পানি যাতে না জমে এজন্য কী করণীয় সেটি বিশেষজ্ঞরাই বলতে পারবেন। তাদের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Back to top button