সিলেট

সুরমায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর ভেসে উঠল স্কুল ছাত্রের লাশ

টাইমস ডেস্কঃ সিলেটের সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর মাহি আহমেদের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে সিলেট নগরের কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দেল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মাহি আহমেদ পূর্ব সাদাটিকর এলাকার বাবু মিয়ার ছেলে ও স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট নগরীর কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন মাহি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

Back to top button