কাছ থেকে জনগণের সমস্যার কথা শুনছেন সাংসদ নাহিদ

সিনিয়র প্রতিবেদক : বিয়ানীবাজার-গোলাপগঞ্জ সিলেট -৬ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কাছ থেকে নিজ এলাকার মানুষের দাবি দয়া শুনা সহ নানা সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করছেন। উপজেলা পরিষদের গণ সাক্ষাৎ সহ প্রয়োজন অপ্রয়োজনে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড উদ্বোধন সহ নানা অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি দলী নেতাকর্মী এবং অত্র অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের খোঁজ খবর নিচ্ছেন এই সাংসদ। বর্তমানে নিজ নির্বাচনী এলাকায় ১১ দিনের সফরে তিনি অবস্থান করছেন।
সাবেক শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের দাবি ও নানা সমস্যার কথা জানাতে পেরে অনেকটা আনন্দিত সাধারণ মানুষ। সাদিক হোসেন নামের এক জনপ্রতিনিধি বলেন সাংসদ নুরুল ইসলাম নাহিদ কে আমাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা জানিয়েছি তিনি আমাদের আশ্বস্ত করেছেন। এভাবে যদি গণ সাক্ষাৎ কার্যক্রম ধারাবাহিক রাখা হয় তাহলে আমার মনে হয় সাধারণ মানুষ তাদের কষ্টের কথা সহজেই তুলে ধরতে পারবে।
এদিকে দলীয় বিভিন্ন কর্মসূচিতে ও সাংসদ নাহিদ অংশগ্রহণের মধ্যদিয়ে দলের মধ্যে নেতাকর্মীদের মধ্যে অনেকটা উৎসাহ ফিরেছে। তাকে কাছ থেকে পেয়ে অনেকেই নতুন ধমে রাজনীতিতে অংশগ্রহণ করছেন।
এ বিষয়ে সাংসদ নুরুল ইসলাম নাহিদ বলেন, আমি যখন সাংসদ ছিলাম দুই উপজেলায় সাধারণ মানুষের সাথে গণ সাক্ষাৎ কার্যক্রমে অংশগ্রহণ করতাম। আমি ঢাকায় থাকলে যে সকল মানুষ তাদের দাবি দয়া সমস্যার কথা বলতে পারেনা তাদের সমস্যার কথা শুনতে এ কার্যক্রম আমি তাদের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা ও নির্দেশনা দেই। বেশিরভাগের দাবি সড়ক সংস্কার নিয়ে আপনারা জানেন বন্যা আমাদের অনেক সড়ক চলাচল অনুপযোগী হয়ে পড়েছে এগুলো আমরা চেষ্টা করছি করার জন্য বাজেট অনুযায়ী।