সিলেট

সিলেট পাসপোর্ট অফিসে দুদক!

টাইমস ডেস্কঃ সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হলেও চিত্র পাল্টেনি। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করতে বৃহস্পতিবার (সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি দল।

দুদক দল প্রাথমিক তদন্তের জন্য এ পরিদর্শন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তদন্ত রিপোর্ট প্রধান কার্যালয়ে প্রেরণের পর প্রমাণসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সিলেট কার্যালয়ের সিলেটের উপ-পরিচালক নূর-ই-আলম।

তিনি বলেন- ‘আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ এসেছিলো। আমরা প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে প্রাথমিক তদন্ত করার অনুমোদন পেয়েছি। তাই তদন্তের স্বার্থে বৃহস্পতিবার দুপুরে দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনের নেতৃত্বে একটি টিম বিভাগীয় পাসপোর্ট অফিসে যায়। আগামী সপ্তাহে তদন্ত রিপোর্ট প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে। রিপোর্ট অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Back to top button