সিলেট

কোম্পানীগঞ্জে বেপরোয়া বাস ঢুকে গেল ফিলিং স্টেশনে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহা সড়কে সাদা পাথর পরিবহনের বাস দুর্ঘটনায় ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখালে শাহ পরান ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাস রাস্থা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের ভেতর ঢুকে পড়ে। এতে বাসে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হোন। তাদের মধ্যে ২ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। নিউজ লেখা পর্যন্ত আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজ লেখা পর্যন্ত সাদা পাথর পরিবহনের বাস পুলিশের হেফাজতে রয়েছে।

Back to top button