বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে নাসির বিড়িসহ গ্রেফতার ১

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নাসির বিড়িসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় এবং জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন এর তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এই অভিযানে নেতৃত্ব দেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার দুবাগ এলাকা থেকে উত্তর দুবাগ গ্রামের মৃত ছারুন আলীর ছেলে জায়েদ আহমদ (৩০)-এর ব্যবহৃত সিএনজি তল্লাশি করে ৬৩,০০০ শলাকা ভারতীয় তৈরী শেখ নাছিরুদ্দিন ১৪ নং বিড়ি উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।