ভারতকে হারাল শ্রীলঙ্কা

জয়ের জন্য শেষ ওভারে দরকার ৭ রান। পঞ্চাশোর্ধ জুটিতে ক্রিজে দুই সেট ব্যাটসম্যান। সেই সমীকরণ দাঁড়াল ২ বলে ২ রানে। আর্শদিপ সিংয়ের পঞ্চম বল মিস করে রানের জন্য ছুটলেন দাসুন শানাকা। কিপার বল ধরে ভাঙতে পারলেন না স্টাম্প। বোলারও পারলেন না নন স্টাইক প্রান্তের স্টাম্পে বল লাগাতে। ২ রান নিয়ে দুই ব্যাটসম্যান মেতে উঠলেন উৎসবে।
এশিয়া কাপের সুপার ফোর পর্বে মঙ্গলবার শেষ ওভারের রোমাঞ্চে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭৪ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেল ১ বল হাতে রেখে।
এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরে সফলভাবে রান তাড়াকে যেন অন্য পর্যায়ে নিয়ে গেছে শ্রীলঙ্কা। এই নিয়ে টানা তিন ম্যাচে তারা জিতল ১৭০ রানের বেশি তাড়া করে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৮৩ ও সুপার ফোরে আফগানিস্তানের ১৭৫ রান তাড়ায় জিতেছিল লঙ্কানরা।
সুপার ফোরে পরপর দুই ম্যাচে হেরে ফাইনালে খেলার ভাগ্য আর নিজেদের হাতে রইল না ভারতের।