বিয়ানীবাজারে ফার্মেসী ব্যবসায়ীদের সাথে জেলা ঔষধ প্রশাসন ও উপজেলা প্রশাসনের মতবিনিময়

বিয়ানীবাজার টাইমসঃ নকল-ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যাতিত এ্যান্টিবায়োটিক সেবন/বিক্রয় না করা ও গুড ডিস্পেন্সিং প্র্যাকটিস বিষয়ে জেলা ঔষধ প্রশাসনের উদ্দ্যোগে ও বিয়ানীবাজার কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতির ব্যবস্থাপনায় বিয়ানীবাজারে ফার্মেসী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বিয়ানীবাজার পৌরশহরের অভিযাত রেস্টুরেন্টে মতবিনিময় অনুষ্ঠানে ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সাধারন সম্পাদক লুতফুর রহমান ফয়সলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা আশিক নুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ফারুকুল হক, সহকারি কমিশনার (ভুমি) তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্বাবধায়ক মেহেদি হাসান, বেটার হেলথ ইন বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ আনিছুজ্জামান, মামুনুর রশীদ মামুন।
সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির উপদেষ্টা আব্দুর রহমান, সহ-সভাপতি হাজী আব্দুল বাছিত খান, সহ-সভাপতি আব্দুল করিম, অর্থ সম্পাদক মিহির চন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম ও সদস্য হাবিবুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মোঃ আজিজুর রহমান ও প্রবীন ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান।
মতবিনিময় সভা পরে বিয়ানীবাজার উপজেলার ১৫ ফার্মেসীকে মডেল ফার্মেসী হিসাবে ঘোষনা প্রদান ও তাদের মধ্যে ট্রেনিং পরবর্তী সনদপত্র প্রদান করা হয়। এর আগে ঔষধ প্রশাসনের দায়িত্বশীলরা পৌরশহরের কয়েকটি ফার্মেসী পরিদর্শন করেন।
দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতি ঔষধ নিরাপত্তাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেদের কার্যক্রম অব্যহত রেখেছে।