সিলেট

সিলেটে ‘অবৈধ সমাবেশ’ ছত্রভঙ্গ করতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ

টাইমস ডেস্কঃ দেশের বিভিন্ন সাথে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচীতে বাধা প্রদানের অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে। নারায়নগঞ্জে গুলিতে যুবদলের এক কর্মী মারাও গেছেন। এ অবস্থায় সিলেটে ‘অবৈধ সমাবেশ’ ছত্রভঙ্গ করতে প্রস্তুতি নিচ্ছে সিলেট মহানগর পুলিশ।

রোববার সকাল ১১ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অবৈধ সমাবেশ/জনতা ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে শক্তি প্রয়োগে আইনানুগ যথাযথ নিয়ম অনুসরণ সংক্রান্ত ব্রিফিং ও রায়ট ড্রিলের ধাপসমূহের বিভিন্ন অনুশীলন অনুষ্ঠিত হয়।

মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ মহোদয়ের উপস্থিতিতে রায়ট কন্ট্রোল ডিলের মহড়ায় এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ অংশগ্রহণ করেন।

পুলিশ কমিশনার পুলিশ লাইন্সের হলরুমে যে কোন রায়টে পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগের ক্ষেত্রে রায়ট ড্রিলের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করার ব্যাপারে ব্রিফিং প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম, উপ-পুলিশ কমিশনার(ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি এন্ড মিডিয়া) বি,এম, আশরাফ উল্যাহ তাহের(পুলিশ সুপার পদে পদোন্নতি পদোন্নতিপ্রাপ্ত) সহ সকল এসএমপি’র বিভিন্ন ইউনিটের অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্সসহ, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

Back to top button