প্রবাস
গ্রিসের রাজধানীতে বাঙালিপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আতঙ্ক

প্রবাস ডেস্কঃ গ্রিসের রাজধানী এথেন্সের বাঙালি অধ্যুষিত এলাকা ‘আখ্যারনুন’ রোডে গ্যাস সিলিন্ডার বিক্রি কোম্পানি ‘কোরাল গ্যাস’র স্টোর রুমে মজুদ থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটি করতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত এক বিক্রেতাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তাৎক্ষণিক পুলিশসহ কয়েকটি দমকল বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ‘কোরাল গ্যাস’-এর পাশেই ছিল এক বাংলাদেশির মিনি মার্কেট এবং ওই বিল্ডিংয়েই অবস্থান করছিলেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি। তারা বিস্ফোরণের শব্দ শুনে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন। দোকানটির পেছনের একটি বাসা থেকে একটি পরিবারকে উদ্ধার করা হয়।