বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারের গ্রামীন বাজারের কয়েকটি দোকান চুরি

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াভরা বাজারে শনিবার দিবাগত রাতে কয়েকটি দোকান চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাজারের ব্যবসায়ী মিছবা উদ্দিন।
তিনি জানান,সকাল ৭ টার দিকে বাজারে এসে দেখি আমার ঘরের তালা ভেঙা।আমি বিযটি স্থানীয় ওয়ার্ড মেম্বার আলতাব হোসেন রেজাকে অবগত করি।এরপর ফরিদ উদ্দিনের ও আবুল হোসেনের দোকানের তালা ভাঙা পাওয়া যায়।
জানাযায়,চুরি হওয়া দোকানগুলোর মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা পয়সা চুর নিয়ে গেছে।তবে বাজারে পাহারাদার থাকা অবস্থায় কি ভাবে এতো বড় চুরির ঘটনা ঘটলো তা বলছেন সাধারণ জনগণ।
উল্লেখ্য এর আগে আগষ্ট মাসের মাঝামাঝি সময়ে একই এলাকায় গোল্ডেন প্লাস একাডেমিতে চুর হানা দিয়েছিল।