সিলেট

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সিলেটে বিএনপির মানববন্ধন

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সিলেটে পৃথক কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি।

মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি নগরীতে র্যা লি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবিতে নগরীর বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন নেতারা।

পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক উদ্দিন, অ্যাডভোকেট এটিএম ফয়েজ, শামীম আহমদ, মাহবুবুল হক চৌধুরী, মামুনুর রশিদ মামুন, তাজরুল ইসলাম তাজুল, আব্দুন নুর চেয়ারম্যান, অ্যাডভোকেট বদরুল ইসলাম, রফিকুল ইসলাম শাহপরান, কোহিনুর আহমদ, আলী আকবর, লাতিফ খান, মাহবুব আলম, মনিরুল ইসলাম তোরন, সুহেল ইবনে রাজা, আজিজুল হোসেন আজিজ, নিখোঁজ ছাত্রদল নেতা জুদেনের ভাই মঈন উদ্দিন মইনুল।

মহানগর বিএনপি নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন- বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদি, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী, সালেহ আহমেদ খসরু, সৈয়দ তৌফিকুল হাদি, মুকুল আহমদ মোর্শেদ, আফজাল উদ্দিন, মাহবুব চৌধুরী প্রমুখ।

Back to top button