ধর্মপাশায় প্রতিবেশীর কিলঘুষিতে কৃষকের মৃত্যু
নিউজ ডেস্ক- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে ডোবায় মাছ ধরার ছাঁই পাতাকে কেন্দ্র করে প্রতিবেশীর এলোপাথাড়ি কিলঘুষিতে সাইফুল ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নওধার গ্রামের সামনে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল একই ইউনিয়নের নওধার গ্রামের মৃত সুজন আলীর ছেলে।
ধর্মপাশা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের বাড়ির পাশেই তার মালিকাধীন একটি ডোবা ও জমি রয়েছে। কয়েকদিন আগে সেই ডোবা ও জমি ব্যবহার করে তার প্রতিবেশী কাশেম মাছ ধরার ছাঁই পাতে। সাইফুলের ছেলে জারিকুল প্রতিবেশী কাশেমকে ছাঁই তুলে নিতে বললেও তিনি তা তোলেননি। সকালে জারিকুল ডোবায় ছাঁই পাতা দেখে চেঁচামেচি শুরু করলে কাশেম ছুটে এসে তর্কে জড়ায়।
খবর পেয়ে সাইফুল সেখানে এসে জারিকুলকে বাড়িতে নিয়ে যান। পরে সাইফুলের ছোট ভাই স্বপন কাশেমের বাড়ির সামনে দিয়ে বাজারে যেতে চাইলে কাশেমের লোকজন স্বপনের গতিপথ রোধ করে। পরে সাইফুল সেখানে উপস্থিত হলে কাশেম, হেলাল ও দুলালের স্ত্রীর তাকে কিলঘুষি মারতে থাকেন। এতে সাইফুল মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর কৃষকের মৃত্যুর মূল কারণ জানা যাবে।’