মৌলভীবাজার

মৌলভীবাজার ডিবি’র হাতে ভারতীয় নাসির বিড়িসহ আটক-২

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুইজনকে গ্রেফতার হয়েছে। রোববার (২১ আগস্ট) মৌলভীবাজার সদর মডেল থানার খলিলপুর ইউনিয়নের হামরকোনা এলাকার মেসার্স আলহাজ্ব আব্দুর রাজ্জাক এন্ড কোং এর ফিলিং ষ্টেশনের সামনে থেকে প্রায় দুই লক্ষ বায়ান্ন হাজার শলাকা নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত দুজন হলো, মোঃ জামাল আহমদ (২১) ও মোঃ জুয়েল আহমদ (২০)। তারা দুজনেই সিলেট জেলার গোয়াইনঘাট থানার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা।

উদ্বারকৃত অবৈধ নাসির বিড়ির মূল্য প্রায় ৬ লক্ষ ত্রিশ হাজার টাকা। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, ভারতীয় চোরাই নাসির বিড়িসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Back to top button