বিয়ানীবাজারে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদকঃ বুধবার বিকেলে বিয়ানীবাজার সরকারি কলেজের গেইটের সামনে হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হয় ধাওয়া পালটা ধাওয়া। ঘটনার সময় বিয়ানীবাজার সরকারি কলেজে ছিল পরিক্ষা চলমান। তাতে মুহুর্তের মধ্যে পুরো কলেজে আতংক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বিয়ানীবাজার থানার সাব ইন্সপেক্টর জিসু দত্তের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এবং ধাওয়া পালটা ধাওয়াকারীদের ধরতে গিয়ে সাময়িক আহত হন বিয়ানীবাজার থানার সাব ইন্সপেক্টর জিসু দত্ত।
এ বিষয়ে বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম জানান পরিক্ষার পর সবাই ধীরে ধীরে বাড়ি চলে যাচ্ছিলো। কলেজ গেইটের বাইরে কারা এসব করেছে তা কলেজ প্রশাসন জানে না।
বিয়ানীবাজার থানার সাব ইন্সপেক্টর জিসু দত্ত জানান কলেজের সামনে অনাকাঙ্ক্ষীত এমন ঘটনা তৈরিকারীদের আটক করার জন্য অভিযান অভ্যাহত রয়েছে। ঘটনার সময় তাদেরকে ধরতে গিয়ে নিচে পড়ে তিনি আহত হয়েছেন বলে জানান।