বিয়ানীবাজারে হুজুরের খাবার দিতে গিয়ে যুবকের লাশ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদকঃ মসজিদের ইমামের খাবার নিয়ে বেড়িয়েছিলেন হোসেন আহমদ সকাল ৯ ঘটিকায়। বাড়ি থেকে বের হওয়ার পর ৪ ঘন্টা পর ও যখন তিনি বাড়িতে ফিরে আসছিলেন না তখন পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। এতোটুকু জায়গা ফিরতে কেনো এতো দেরি।
বলছিলাম বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দত্ত গ্রামের রাজমিন্ত্রি হোসেন আহমেদের কথা। মসজিদের ইমামের খাবার দিতে গিয়ে ফেরা হয় নি তার। মসজিদের যাওয়ার আগে একটি কচুরিপানা থেকে বুধবার দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় তার লাশ উদ্ধার করেছে চারখাই ফারি পুলিশ। নিহত হোসেন আহমদের বাড়ি চারখাই ইউনিয়নের দত্তগ্রামে। ব্যাক্তি জীবনে সে তিন সন্তানের পিতা।
নিহতের ছোট ভাই জানান বড় ভাই হোসেন আহমদ হুজুরের খাবার নিয়ে যাচ্ছিলেন মসজিদে। তারপর আর ফিরেন নি। হঠাৎ আমরা স্থানীয় মাধ্যমে খবর পাই আমার ভাইয়ের লাশ এখানে কচুরিপানায় পড়ে আছে। কারো উপর কোন সন্দেহ আছে কী না এমন প্রশ্নের জবাবে তিনি জানান গ্রামের সবার সাথেই আমাদের ভালো সম্পর্ক। কারোর উপর কোন সন্দেহ নেই আমাদের।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে হাজির হন চারখাই ইউনিয়নের চেয়ারম্যান হুসেন মুরাদ চৌধুরী। তিনি জানান স্থানীয় সবার ধারণা ব্রেইণ স্টোকে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে। নিহত হোসেন আগে থেকেই হৃদরোগী ছিলেন বলে জানান এই জনপ্রিতিনিধি। তিনি আরও বলেন সবাই এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই ধরে নিচ্ছেন। ইতিমধ্যে বিয়ানীবাজার থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তিনি বিষয়টি অবগত করেছেন বলে জানান।
বিয়ানীবাজার থানার ওসি(তদন্ত) মেহেদি জানান ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। পুরো তথ্য ঘটনাস্থলে গিয়ে জানাতে পারবেন।