বিয়ানীবাজার সংবাদ

যথাযথ মর্যাদায় বিয়ানীবাজারে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ যথাযথ মর্যাদায় নানা আয়োজনে সোমবার সারা দেশের ন্যায় বিয়ানীবাজারে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ১৫ আগস্টে শহীদদের রুহের মাহফিরাত কামনায় দোয়া করা হয়।

সোমবার সকালে প্রথমে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিয়ানীবাজার উপজেলা প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিয়ানীবাজার উপজেলা কমিশনার ভূমি তানিয়া আক্তার ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও উপজেলা কর্মকর্তাবৃন্দ।

পরে একে একে বিয়ানীবাজার পৌরসভা, বিয়ানীবাজার থানা পুলিশ, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, পৌর আওয়ামীলীগ, আনসার ভিডিপি, বিয়ানীবাজার ফায়ার ব্রিগেড ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং সর্বসাধারণ এসে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান।

পরে বিয়ানীবাজার উপজেলা প্রশসন, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা , বিয়ানীবাজার সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে থেকে পৃথক পৃথক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল জাতির পিতার প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে করুন সুর বাজানো হয়। ১৫ আগস্টের হত্যাকাণ্ডে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

Back to top button