বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে নানাবাড়িতে ১২ বছরের শিশুর ঝুলন্ত লাশ!

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের নানাবাড়ি থেকে ১২ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী নওয়াগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ইমন আহমদ। সে দুবাগ ইউনিয়নের মইয়াখালী গ্রামের ইকবাল হোসেন ও হাছনা বেগমের কনিষ্ঠ ছেলে। সে বিগত এক বছর থেকে নানাবাড়িতে বসবাস করে আসছিলো।

জানা যায়, হোসেনের পিতা মাতা প্রবাসে থাকেন। এজন্য সে ও তার বড় ভাই তাদের মায়ের নানা বাড়িতে এক বছর থেকে বসবাস করছে। ঘটনার দিন সন্ধ্যায় হঠাৎ নিহত ইমনের নানী দেখতে পান বাড়ির একটি গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

Back to top button