মৌলভীবাজারবড়লেখা

বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ভোর ৬.৩০ মিনিটের সময় উপজেলার উত্তর বর্ণী গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন। পরে বাদ আসর উত্তর বর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের সার্বজনীন কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী ও বড়লেখা থানার ওসি (তদন্ত) সহিদ আহমদ বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে থানা পুলিশের একটি চৌকশ দল মরহুম বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম ১৯৭১ সালে অল্প বয়সে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, ১ নং বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন শোক জানিয়েছেন।

Back to top button