জণকল্যান সমিতি ফেনগ্রাম সংগঠনের উদ্যেগে নির্মাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ দুই দফা বন্যায় প্রবাসী অধ্যুশিত বিয়ানীবাজারবাসী বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন। টানা ১৫ দিনের বেশী বন্যা স্থায়ী ছিল প্রবাসী অধ্যুশিত এই অঞ্চলে। তাতে অনেকেই ঘর বাড়ি হারিয়েছেন, অনেকেই পড়েছেন আর্থিক সংকটে। কঠিন আর সংকটময় এই সময়ে প্রবাসী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগীতা ছিল চোখে পড়ার মতো।
যদিও এখন আর বন্যা নেই। তবে বন্যায় মানুষের জীবনে যে দুর্দশা নিয়ে এসেছে তা ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করেছে। বন্যার পানি ঘরের মধ্যে স্থায়ী থাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ঘরের, কারো বা ঘরের দালান পড়েগেছে, ক্ষতি হয়েছে টিনের।
সেই সব অসহায় মানুষের কথা চিন্তা করে বিয়ানীবাজার উপজেলার জণকল্যান সমিতি ফেনগ্রাম সংগঠনের উদ্যগ্যে উপজেলার মুড়িয়া ইউনিয়নের বন্যা পরবর্তী পুনবার্সন কর্মসূচির প্রথম ধাপে ১৪ টি অসহায় পরিবারের মধ্যে প্রায় ১৪ বান টিন পুনবার্সনের জন্য প্রদান করা হয়।
শুক্রবার বাদ জুমআ মাওলানা তারেক আহমেদের কোরআন তিলাওয়াত এবং সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল বারী কয়েছের সঞ্চালনায় শুরু হওয়া সমিতির কার্যালয়ে নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে কিছুটা সময়ের প্রয়োজন। এ সময় তিনি সংগঠনের সকল সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।
তিনি তার বক্তব্যে আরও বলেন এই ধরণের দুর্যোগে সবাই এক সাথে কাজ না করলে অসহায় মানুষ গুলো যাবে কোথায়। সমাজের বিত্তবান যারা আছেন সবার উচিত আশপাশের অসহায় মানুষের খবর রাখা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও সংগঠনের উপদেষ্ঠা আব্দুল কুদ্দুছ, সংগঠনের সাবেক সভাপতি হাজী আব্দুর নুর আখা, উপদেষ্টা সাদ উদ্দিন সুনা, সাবেক সভাপতি জয়নুল ইসলাম রফিক, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্ঠা দেলোয়ার হোসেন।
অনুষ্ঠান শেষে অসহায় পরিবারের মধ্যে এসব নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।