গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ৫হাজার পিস ইয়াবা ও টাকাসহ ‘মাদক সম্রাট’ গ্রেফতার

নিউজ ডেস্ক- গোলাপগঞ্জে প্রায় ৫হাজার পিছ ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও মাদক বিক্রীর নগদ টাকা সহ এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ২লক্ষ ২৮ হাজার টাকা, মাদক সেবনের ফুয়েল পেপার ও একটি স্পাই ক্যামেরা উদ্ধার করা হয়। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ৮নং ওয়ার্ড (আমুড়া রাস্তার মুখ) এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আয়লাফ আহমদ (৪০) পৌর এলাকার রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম শ্রাবণের নের্তৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তার বাড়িতে অভিযান চালায়।

এসময় পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ী আয়লাফ আহমদ তার ঘরটি ভিতরে বন্ধ করে দেয়। পরে পুলিশ তার ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার ঘরের সিলিং থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুই লক্ষ ২৮ হাজার টাকাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে গোলাপগগঞ্জ থানায় ৬টি ও মোগলা বাজার থানায় ১টিসহ মোট ৭টি মাদক মামলা রয়েছে।

Back to top button