সিলেট

সিলেটে তেল না পেয়ে সড়ক অবরোধ

টাইমস ডেস্কঃ শুক্রবার রাত ১২টার পর থেকে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের খবরে সিলেটের পেট্রল পাম্পগুলো বন্ধ করেছেন পাম্প কর্তৃপক্ষ।

এনিয়ে পাম্পগুলোতে ঘটছে হুলস্থুল কাণ্ড। প্রায় প্রত্যেকটি পাম্পে গাড়ি ও মোটরসাইকেল চালকদের প্রচন্ড ভিড় লক্ষ করা গেছে।

এদিকে পাঠানটুলা এলাকায় নর্থ ইস্ট ওয়েল পেট্রল পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ করে রেখেছেন মোটরসাইকেল চালকরা।

রাত ১১টার আগেই নর্থ ইস্ট ওয়েল পেট্রল পাম্প বন্ধ করেন এর মালিকপক্ষ। এর পরই লোকজন সড়ক অবরোধ করে।

ঘটনাস্থল থেকে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান পৌনে ১২টায় সিলেটটুডেকে বলেন, ‘পেট্রল পাম্প বন্ধ থাকায় রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। নর্থ ইস্ট ওয়েল পেট্রল পাম্প কোতোয়ালির আন্ডারে।’

Back to top button