বিয়ানীবাজার সংবাদ

ছাতক পৌরসভার সেই টুলবক্স উচ্ছেদ করলো প্রশাসন

ছাতক প্রতিনিধিঃ সারা দেশব্যাপী সমালোচিত হওয়া ছাতক পৌরসভার সেই টোল বক্স উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার বিকালে ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিনের উপস্থিততে টুলবক্সটি উচ্ছেদ করা হয়৷

ছাতক উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির পক্ষে হাইকোর্টে দায়ের করা রীটের প্রেক্ষিতে, সিলেট বিভাগীয় কমিশনার এর নির্দেশে এই অবৈধ টোল উচ্ছেদ করে ছাতক উপজেলা প্রশাসন৷

স্বারকলীপিতে উল্লেখ করা হয় ছাতক পৌরসভা কর্তৃক দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথের রাস্তায় বাঁশকল স্থাপন করে এই সড়ক দিয়ে চলাচলকারী ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান থেকে বেআইনিভাবে টোলের নামে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছিলো।

এ ব্যাপারে ছাতক উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির পক্ষ থেকে একটি রিট আবেদন (নম্বর-৪৬৪০/২০২২) দায়ের করা হলে মাননীয় হাইকোর্ট বেঞ্চ বিগত (২১-এপ্রিল) প্রদত্ত এক আদেশে আপনিসহ সংশ্লিষ্ট বিবাদীদের বিরুদ্ধে রুল জারি করেন এবং ছাতক পৌরসভা কর্তৃক বেআইনি টোল/চাঁদা আদায়ের ব্যাপারে ৬ মাসের নিষেধাজ্ঞা প্রদান করেন।

কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও ছাতক পৌরসভা কর্তৃপক্ষ টোল আদায় অব্যাহত রেখেছিলো। হাইকোর্টের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও বন্যার্তদের সাহায্য করতে আসা গাড়ি থেকেও টোল আদায় করছিলো পৌরসভার ইজারাদাররা।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সারা দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে৷ এসব বিষয়ে মঙ্গলবার (২-আগস্ট) সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক ও বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম হাদী ছয়ফুল ও সদস্য সচিব এবং সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়ার নেতৃত্বে ঐক্য পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ হাইকোর্টের রীটের আলোকে ব্যবস্থা গ্রহনের জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন৷

স্বারকলিপির প্রেক্ষিতে ছাতক পৌরসভার বেআইনী টোল বন্ধে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে নির্দেশনা দেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। একই সাথে তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবৈধ টাকা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

Back to top button