বড়লেখামৌলভীবাজার

বড়লেখায় যুবকের মুখ বাধা ঝু’ল’ন্ত লা’শ উদ্ধার, পরিবারের দাবী হত্যাকান্ড

টাইমস ডেস্কঃ বড়লেখায় মুখ বাধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের দক্ষিন ইটাউরি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে ফখরুল ইসলামের লাশ তার প্রতিবেশীর বাড়ির পাশে নির্জন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় তার মুখে ও এক হাতে কাপড় দিয়ে বাঁধা ও রশি দিয়ে গাছে সাথে ঝুলন্ত অবস্থায় ছিলো। পরিবারের দাবী ও স্থানীয়দের ধারনা এটি পরিকল্পিত হত্যা।

নিহতের ছেলে হোসাইন আহমদ জানান, সোমবার বিকালে স্থানীয় ইটাউরি বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত ১২ টা পর্যন্ত বাড়িতে না ফেরায় তারা বিভিন্ন স্থানে খোঁজাখোজি করেন। এসময় জানতে পারেন রাত অনুমানিক ১০ টা পর্যন্ত তিনি বাজারের একটি চায়ের স্টলে বসা ছিলেন। সেখান থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাতে না পাওয়ায় ভোরেও তাকে খোঁজতে বের হন পরিবারের সদস্য। এসময় তারা তাদের বাড়ির থেকে কয়েকশ গজ দূরে এক প্রতিবেশীর বাড়ির নির্জন স্থানে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে আসি। তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তার মুখে একটি পুরাতন শার্ট দিয়ে বাধা ছিলো। এক হাতে ও আরেক টুকরো কাপড় দিয়ে বাধা। গলায় রশি ঝুলানো ছিলো।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Back to top button