বিয়ানীবাজারে বিপুল পরিমান ফেনসিডিলসহ আটক ২

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে একটি মোটরসাইকেলে ফেন্সিডিলের চালান বহনকালে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ জুলাই) রাতে চারখাই এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। এসময় ফেন্সিডিলের চালান পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ৯৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর এলাকার গৌছ উদ্দিনের ছেলে তানিম আহমদ (২২) ও একই উপজেলার খেছরি এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে আমির হোসেন (৪২)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে এসআই ফয়সাল ও এসআই নিয়াজ মোর্শেদ আবিরের নেতৃত্বে বিয়ানীবাজার থানার একদল পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জকিগঞ্জ-চারখাই সড়ক থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় ফেন্সিডিলের চালান পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ৯৮ বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, ফেন্সিডিলের বোতলগুলো জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে সিলেটে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিক নিদর্শনায় সিলেট জেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে কাজ করছে পুলিশ। এরই অংশ হিসেবে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী তানিম আহমদ ও আমির হোসেনকে আটক করা হয়।