বিয়ানীবাজার সংবাদ

দেশের মানুষের কল্যাণে সরকার নিবেদিত হয়ে কাজ করছে-এমপি নাহিদ

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, দেশের মানুষের কল্যাণে সরকার নিবেদিত হয়ে কাজ করছে। গ্রামকে শহরে পরিণত করার অভিপ্রায় নিয়ে শেখ হাসিনার সরকার সর্বাত্মক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনেক ক্ষেত্রে বিশ্বে সমস্যার সৃষ্টি করছে। যার প্রভাব দেশেও পড়েছে। এরপরও আওয়ামীলীগের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছে।

তিনি বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জে বন্যায় যেসকল ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদান করা হবে। রাস্থাঘাট উন্নয়ন, ব্রীজ-কালভার্ট মেরামতসহ ক্ষতিগ্রস্থ অন্যান্য স্থাপনা দ্রুত সংস্কার করতে সংশ্লিষ্টদের নির্দেশণা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘমেয়াদি বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠতে কিছুটা সময় লাগবে। এরপরও সকল মহলের সহযোগীতা নিয়ে এই ক্ষত আমরা দ্রুত কাটিয়ে ওঠতে পারবো।

নুরুল ইসলাম নাহিদ এমপি বৃহস্পতিবার দিনব্যাপী বিয়ানীবাজার উপজেলার চারখাই, আলীনগর ইউয়নিয়নে বন্যা দূর্গত এলাকা পরিদর্শণ এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠতে স্থানীয়দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তার সাথে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, যুগ্ম সম্পাদক মো. আব্দুস শুকুর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার আব্দুল খালিক, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আয়নুল হক, চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু প্রমুখ উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম নাহিদ এমপি তাঁর নিজ নির্বাচনী এলাকায় গত ৫দিন নানা উন্নয়নমূলক কাজ পরিদর্শণ, বন্যা কবলিত মানুষের সাথে সাক্ষাৎসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Back to top button