সিলেটের একমাত্র করোনা হাসপাতালের ট্রান্সফরমার বিকল

টাইমস ডেস্কঃ সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে ট্রান্সফরমারটি নষ্ট হওয়ার কারণে করোনা আক্রান্ত রোগীসহ সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসক-নার্সদের কাজে ব্যাঘাত ঘটছে।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয় থেকে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। তবে এর আগে দুপুরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লোকজন বিকল্প পন্থায় বিদ্যুৎ লাইন সংযোগ করেছেন বলে জানিয়েছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. মিজানুর রহমান।
তিনি জানান, হাসপাতালের নির্দিষ্ট ট্রান্সফরমারটি বিকল হওয়ার পর বিকল্প একটি সঞ্চালন লাইন ও জেনারেটর দিয়ে বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা হয়েছে। তবে সেটা কতসময় ঠিকবে বলা মুশকিল। এরমধ্যে ঘনঘন লোডশেডিং হচ্ছে।
এ বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সোহেল আহমদ চৌধুরী জানিয়েছেন, সকালে বিষয়টি জানার পর সেখানে লোক পাঠিয়েছি। বিদ্যুতের লোকজনও সেখানে যান। বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে। সূত্র: সমকাল।