বড়লেখা

বন্যা দুর্গত এলাকার শিশুদের কথা কেউ ভাবছে না

আশফাক জুনেদ, বড়লেখাঃ স্মরণ কালের ভয়াবহ বন্যার কবলে পুরো সিলেট বিভাগ। এই বিভাগের এমন কোন উপজেলা নেই যেখানে বন্যার পানি প্রবেশ করেনি। বন্যা দুর্গত এলাকার অনেক বৃদ্ধ মানুষ জানিয়েছেন তারা এর আগে এতো পানি কখনো দেখেননি। এবারের বন্যার ভয়াবহতা অতিতের সব রেকর্ড পিছনে ফেলেছে। যারা কোনদিন কারও কাছে ত্রানের জন্য হাত পাতেননি এবারের বন্যা তাদেরকে হাত পাততে বাধ্য করেছে। সহযোগিতা চাইতে হয়েছে প্রশাসনের কাছে। সরকারও বন্যা দুর্গত মানুষদের যথেষ্ট সহযোগিতা করেছে এবং করে যাচ্ছে। সরকারের পাশাপাশি এবারের বন্যায় সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য মানুষ বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রতিনিয়ত বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সহযোগিতা নিয়ে ছুটে যাচ্ছেন কেউ না কেউ। বন্যায় খাদ্যের অভাবে মারা গেছে এমন কোন সংবাদ এখনো চুখে পড়েনি। এটা স্বস্তির খবর। তবে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য অনেকেই ত্রান সহযোগিতা নিয়ে গেলেও কেউই পানিবন্দি এলাকার শিশুদের কথা ভাবছে না। বেশির ভাগ মানুষই খাদ্যসামগ্রীর মধ্যে চাল ডা্‌ আলু ,পেঁয়াজ, রসুন ও মসলা দিলেও শিশুদের জন্য কোন খাবার দিচ্ছেন না। ফলে বন্যা দুর্গত এলাকায় কেউ ত্রান নিয়ে গেলে শিশুরা ছুটে এসে তাদের খাদ্যের কিছু না পেয়ে মলিন মুখে ফিরে যায়।

গত মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে সংবাদ সংগ্রহে গেলে একটি দৃশ্য প্রতিবেদকের চোখে পড়ে। বন্যায় ক্ষতিগ্রস্থ সুজানগর ইউনিয়নের ছোট্ট একটা গ্রাম দশঘরি। নৌকা থেকে নেমে এই গ্রামের একটি বাড়িতে প্রবেশ করে প্রতিবেদকের সাথে থাকা এক তরুণ পকেট থেকে একটি চকলেট বের করে মুখে দেন। এসময় দুরে দাঁড়িয়ে থাকা দুটি শিশু দৌড়ে আসে৷ মুখ দিয়ে কিছু না বললেও তাদের চাহনি বলে দিচ্ছে তারা চকলেট খেতে চাচ্ছে। সেই তরুণ তাদের দিকে দুটি চকলেট এগিয়ে দিতেই তারা চকলেট দুটি লুফে নেয়৷ তখন তাদের চুখে মুখে রাজ্যের হাসি। ওই দুই শিশুকে চকলেট দেওয়া দেখে পাশের ঘর থেকে হাতে মরা দুটো মুরগির বাচ্চা নিয়ে প্রতিবেদকের দিকে ছুটে আসে আরও একটি শিশু । সেও সামনে এসে অপলক তাকিয়ে থাকে। তার চাহনি উপস্থিত সকলের হৃদয় ছুয়েছে। এসময় পকেট থেকে ঝটপট ফোন বের করে তার একটা ছবি তুলেন এই প্রতিবেদক ৷ এরপর তাকে একটি চকলেট বের করে তার হাতে দিলে সে দৌড়ে ঘরে চলে যায়৷

এসময় উপস্থিত এক বৃদ্ধ জানান, ‘বন্যার কারণে এই গ্রামের কোন মানুষ বের হতে পারছেন না। কাজকর্ম না থাকায় এলাকার মানুষ চরম অর্থ কষ্টে জীবন যাপন করছেন। এমন অবস্থায় যখন খেয়ে বেঁচে থাকা দায় তখন শিশুদের জন্য অতিরিক্ত পুষ্টিকর খাবার কিংবা চকলেট কেনা বিলাশিতা ছাড়া কিছুই নয়। তবে শিশুদের মন তো এসব বুঝে না। চকলেট চিপস কিংবা মিষ্টি জাতীয় খাবারের জন্য তাদের কত আকুতি। কেউ কোন ত্রান সহযোগিতা করলে তারা ছুটে যায় কেউ চিপস চকলেট নিয়ে আসলো কি না দেখার জন্য। ‘

এদিকে সচেতন মহলের অনেকেই মনে করছেন এই দুর্যোগকালীন সময়ে শিশুদের বিকাশ এবং তাদের উৎফুল্ল রাখতে খাদ্যসামগ্রীর পাশাপাশি তাদের জন্য পুষ্টিকর খাবার, মিষ্টি জাতীয় বিস্কিট ও চকলেট নিয়ে যাওয়া উচিত। এতে শিশুরা খুশি হবে এবং তারা আতঙ্কিত না হয়ে প্রানচাঞ্চল্য থাকবে৷

এ বিষয়ে পরিবেশকর্মী ও সাংবাদিক রিপন দে বলেন ‘ বন্যাদুর্গত এলাকায় শিশুদের কথা কেউ ভাবছে না৷ তাদের কথা ভাবা উচিত৷ খাদ্য সহযোগিতার পাশাপাশি শিশুদের জন্য পুষ্টিকর বিভিন্ন দুধ, মিষ্টি জাতীয় খাবার নিয়ে যাওয়া যেতে পারে। ‘

এ বিষয়ে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.রত্নদ্বীপ বিশ্বাস বলেন ‘ ছয় মাসের বেশি বয়সী শিশুদের জন্য পুষ্টিকর দুধ বা সেরেলাক্স নিয়ে যাওয়া যেতে পারে। চার পাঁচ বছরের শিশুদের জন্য মিষ্টি জাতীয় বিস্কিট বা মিষ্টি জাতীয় খাবার নিয়ে যাওয়া যেতে পারে। এতে শিশুরা প্রফুল্ল থাকবে। ‘

Back to top button