বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার থেকে শিশু নিখোঁজ, সন্ধান কামনা!

বিজ্ঞপ্তিঃ তারেক হাসান(১৩) ছোট বোনের সাথে অভিমান করে বুধবার(০৬ জুলাই) বিকেলে আনুমানিক ৫ ঘটিকার সময় বাড়ি থেকে বেড়িয়ে যান। পুরো বিকেল পেড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলেও সে আর বাড়ি ফিরে আসে নি। পিতা তারেক হাসান ও মা কাজ থেকে ফিরে আসার পর খুজতে শুরু করেন ছেলে তারেককে।

সবাই মিলে অনেক খোজাখুজির পরও আর পাওয়া যায় নি তাকে। নিখোজ তারেকের বাড়ি(বর্তমান) বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পূর্বপার এলাকায়। তবে তার মূল বাড়ি সুনামগঞ্জ জেলার জামালঞ্জ উপজেলায়।

এদিকে নিখোজ তারেককে সম্ভাব্য সব জায়গায় খোজাখুজির পরও না পেয়ে বিয়ানীবাজার থানায় তিনি সাধারণ ডায়েরী দায়ের করেন(সাধারণ ডায়রী নং ২৮৩)। সাধারণ ডায়রীনুযায়ী ছোট বোন ফাতিমা ও লিপির সাথে খেলতে গিয়ে জগরা হয় নিখোজ তারেকের। তারপর অভিমান করে সে বাড়ি থেকে বেড়িয়ে যায়।

নিখোজ তারেক দেখতে কালো রঙের, হালকা স্বাস্থের অধিকারী দেখতে কিছুটা লম্বা। সে কথা বলতে পারে সিলেটের আঞ্চলিক ভাষায়, চোখ কালো রঙের।

যদি কোন হৃদয়বান ব্যাক্তি নিখোজ তারেকের কোন সন্ধ্যান পান এই নাম্বারে (০১৭০০৮০১০৭৬)(০১৭২৪৪৩৮১৬৫) যোগাযোগ করার জন্য অনুরুধ করেন নিখোজের পিতা।

Back to top button