বারইগ্রাম-সিলেট সড়কের বিভিন্ন জায়গায় বেড়েছে পানি, যোগাযোগে চরম দূর্ভোগ
![](https://beanibazartimes.com/wp-content/uploads/2022/07/292190602_5896082330407366_8841641187968602089_n-687x470.jpg)
বিয়ানীবাজার টাইমসঃ বারইগ্রাম-বিয়ানীবাজার-সিলেটের প্রধান সড়ক ও চন্দরপুর ব্রিজ হয়ে ডাইভার্ট সড়কের বিভিন্ন জায়গায় পানি বেড়ে যাওয়ায় আবারো যান চলাচলে বেড়েছে দূর্ভোগ। মঙ্গলবার রাতে ব্যাপক বৃষ্টিপাতের কারনে পানি বেড়েছে বলে স্থানীয়দের ধারনা।
এছাড়া বন্যায় উপজেলার বিভিন্ন রাস্তার অবস্থা নাজুক থাকায় ঝুকি নিয়ে চলছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। বুধবার সকালে বিয়ানীবাজার-সিলেট রোডের কাকরদিয়া আলঘাট্রা এলাকায় গর্তে পড়ে আটকে গেছে একটি ট্রাক এতে করে এই রাস্তায় যান চ্লাচলে ব্যাপক বেগ পেতে হচ্ছে চালকদের। তাই অনেকেই এই রাস্তার বিকল্প রাস্তা চন্দরপুর ব্রিজ দিয়ে চলাচলের পরামর্শ দিচ্ছেন। তবে এখানেও নেই স্বস্তির খবর। বিভিন্ন জায়গায় পানি বাড়ায় এই রাস্তায়ও যান চলাচল সীমিত হয়ে পড়েছে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।
ঈদুল আযহাকে সামনে রেখে বন্যায় পানি বাড়লে মানুষের দুর্ভোগ বাড়বে বৈ কমবে না।