বড়লেখা

বড়লেখায় ব্যাবসায়ী কয়েছের লাশ ১২ ঘন্টা পর ভেসে উঠেছে!

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের(গাজিটেখা) আব্দুল আজিজ কয়েছের মরদেহ ১২ ঘন্টা পর পানিতে ভেসে উঠেছে। নিহত আব্দুল আজিজ বড়লেখা বাজারের ব্যবসায়ী।

শনিবার দিবাগত রাত আনুমানি ৭ ঘটিকায় বড় ভাই আব্দুর রুফ কে সাথে নিয়ে শখের বসে মাছ ধরতে বেড়িয়েছিলেন। মাছ ধরতে গিয়ে হঠাৎ করেই নৌকা ডুবে যায়। বাধ্য হয়ে দুজনেই সাতার কেটে
তীরে আসতে চেয়েছিলেন। কিছুক্ষণ সাতার কাটার পর আব্দুল আজিজ কয়েছ আর পারেন নি সাতার কাটতে। বড় ভাই তীরে আসলেও তিনি পানির নিচে তলিয়ে যান।

ঘটনার পরপর স্থানীয় মানুষ খোজাখুজি শুরু করেন ঘটনা কবলিত স্থানে। ঘটনার খবর শুনে ফায়ার সার্ভিসের কর্মীরা ও এসে যোগ দেন কয়েছ আহমেদ কে খুজতে। অনেকক্ষণ খোজাখুজির পর ও পাওয়া যায় নি কয়েছ আহমেদ কে। তাৎক্ষণিক সময় ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা বাধ্য হয়ে ফিরে যান ডুবুরি আসার জন্য অপেক্ষা করেন সকাল পর্যন্ত।

এদিকে স্বজনদের চোখে ঘুম নেই। নৌকা নিয়ে পুরো রাত ঘটনাকবলিত স্থানে খোজাখুজি করেন তারা। তবে সারা রাত খুজেও পাওয়া যায় নি তাকে।

রাত পেরিয়ে রবিবার সকালের শুরু। পেরিয়েছে ১২ ঘন্টা। স্বজনরা তখন ও অপেক্ষায় নিখোজ কয়েছের। হঠাৎ করে সকাল সাড়ে ৮ ঘটিকায় নিখোজ কয়েছের মরদেহ ভেসে উঠে পানিতে। তাৎক্ষণিক সময়ে ফায়ার সার্ভীসের কর্মীরা ও উপস্থিত হন সেখানে।

পরে স্থানীয় মানুষ এবং ফায়ার সার্ভীসের কর্মীদের সহযোগীতায় নিহত আব্দুল আজিজ কয়েছের মরদেহ ঘটনাকবলিত স্থান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

এদিকে নিহত কয়েছের স্ত্রী এখন বাকরুদ্ধ। ৫ সন্তানের কন্ঠে কেবল কান্নার সুর। পরিবারের স্বজনদের মধ্যে চলছে এখন শোকের মাতম। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় এখন পুরো তালিমপুর ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া।

Back to top button