হবিগঞ্জ

হবিগঞ্জে যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পৌর এলাকা থেকে মাথাবিহীন একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পৌরসভার ইনাতাবাদ এলাকার মোঘল মিয়ার ছেলে কদর আলীর (৪০) বলে নিশ্বিত করেছে নিহতের পরিবার।

শনিবার সকালে পৌর এলাকার মাছুলিয়ার খোয়াই নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে মাছুলিয়া খোয়াই নদীর পাড়ে স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। পুলিশ মাথা উদ্ধারে অভিযান চালাচ্ছে। কদর আলীর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তার বলে নিশ্চিত করেন।

এসময় তারা জানান শুক্রবার থেকে কদর আলী কোন খোঁজ পাচ্ছিলেন না তারা।

এদিকে, কদর আলীকে কেন এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে তার রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম। পর্যবেক্ষণ করা হচ্ছে সিসিটিভি’র ফুটেজ। ইতোমধ্যে যে রাস্তা দিয়ে কদর আলীকে রাতের বেলায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই ফুটেজ হাতে পেয়েছে আইন শৃঙ্খলা বাহীনি। সিসিটিভি’র ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে আসামীদের।

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়াও মরদেহের মাথা উদ্ধারেও কাজ করছে পুলিশ। তিনি বলেন, নির্মম এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

Back to top button