কোন মানুষ না খেয়ে মারা যাবে না- বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
জুবায়ের আহমদঃ অসহায়, বন্যা কবলিত মানুষ কেমন আছেন তা দেখতে শনিবার (০২ জুলাই) বিয়ানীবাজার উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করেছেন বিয়ানীবাজার,গোলাপগঞ্জ ০৬ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ(এমপি)।
শনিবার (০২ জুলাই) মধ্যাহ্নে তিনি উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম-আছিরগঞ্জ রাস্তা পরিদর্শন করেন এবং এবং পরে তিনি ছুটে যান লাউতা ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। অসহায় মানুষের সাথে কথা বলেন, বন্যায় আক্রান্ত হয়ে কোন মানুষ না খেয়ে মারা যাবে না ও বলে জানান তিনি। এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন শেখ হাসিনা থাকতে কোন মানুষ না খেয়ে মারা যাবে না। নেত্রী প্রতিটি জায়গায় ত্রাণ দিচ্ছেন। বন্যা যতদিন থাকবে এসব ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন সরকার শুরু থেকে স্থানীয় চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের মাধ্যমে ত্রাণ বিতরণ করে আসছে। চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে বিতরণকৃত ত্রাণ সরকার দিয়েছে বলে জানান সাংসদ নুরুল ইসলাম নাহিদ। তিনি আরও বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সরকার সব সময় সহযোগীতা করবে এবং করে আসছে।
এদিকে বারইগ্রাম-আছিরগঞ্জ রাস্তা বন্যায় আরও বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজ করার কয়েকদিনের মধ্যেই রাস্তা ভেঙ্গে যাওয়ার প্রধান কারণ হচ্ছে বিভিন্ন বাড়ির দখলে রাস্তার ড্রেন। যার কারণে বৃষ্টির পানি প্রবাহিত হয় রাস্তার উপর দিয়ে। এদিকে কঠোর নজড় দেয়া হবে বলে জানান সাংসদ নুরুল ইসলাম নাহিদ। এবং খুব শিঘ্রই এই রাস্তার কাজ শুরু হবে বলে জানান তিনি।
সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ (এমপি) বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় তার সাথে ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, উপজেলা আওয়ামীলীগের সদস্য লুৎফুর রহমান ফয়সলসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।