সিলেট

ফেঞ্চুগঞ্জে প্রতিপক্ষের কিল-ঘুষিতে একজনের মৃত্যু

নিউজ ডেস্কঃসিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে মারামারিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সেলিম মিয়া (৫৫) উপজেলার নুরপুর গ্রামের আনর আলীর ছেলে। বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৮টার দিকে নিহতের গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, একই গ্রামের রুবেল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে কথা কাটাকাটি হয় সেলিম মিয়ার। এক পর্যায়ে রুবেল মিয়া ও আরো কয়েকজন সেলিমকে কিল-ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন সেলিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর দুইজনকে আটক করা হয়েছে।

Back to top button