সিলেট

সিলেট উপশহরে উৎকট দুর্গন্ধ, বাসা পাল্টানোর হিড়িক

নিউজ ডেস্কঃ বন্যার পানিতে ডুবে গিয়েছিল সিলেটে নগরের শাহজালাল উপশহর। অভিজাত ওই আবাসিক এলাকার কয়েক শতাধিক বাসা-বাড়িতে ছিল পানি। কারো বাসায় বুক সমান, আবার কারো বাসায় কোমর পানি ছিল। প্রধান রাস্তাসহ সব ক’টি রাস্তাঘাট ছিল পানির নিচে। বিদ্যুৎ, গ্যাস সংযোগ ছিল না। বসবাস করাই ছিল দায়। এ কারণে উপশহর ছেড়ে চলে গিয়েছিলেন হাজারো বাসিন্দা। বন্যার পানি নেমে যাওয়ার পরও অনেকে বাসা বদলে অন্যত্র চলে যাচ্ছেন।

প্রায় এক সপ্তাহ পর পানি নেমেছে উপশহরের। দুই-একটি সড়ক ছাড়া সব ভেসে উঠছে। ঘরে ফিরছে মানুষ। গোটা উপশহরজুড়ে এখন ফের জেগে ওঠার লড়াই চলছে। অপর দিকে বাসা-বাড়ি থেকে পানি নামার সাথে সাথে বাসা বদলানোর হিড়িক পড়েছে। অনেকে উপশহর থেকে বাসা বদলে অন্যত্র চলে যাচ্ছেন।

বি ব্লকের বাসিন্দা রায়হান আহমদ জানান, এখন আর উপশহরে থাকা মুশকিল। সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। আর ভারী বর্ষণ ও বন্যা হলেতো আর কথাই নাই, বাসাবাড়িতে পানি ঢুকে যায়। এবার পরপর দুইবার বাসা পানি ঢুকে গিয়ে সবকিছু নষ্ট হয়ে গেছে। তাই বাধ্য হয়ে উপশহর থেকে বাসা বদলে অন্যত্র চলে যাচ্ছি।

সরেজমিনে গতকাল রোজভিউর সামনের গলি দিয়ে ভেতরে ঢুকতে নাকে ভেসে এলো উৎকট গন্ধ। দম বন্ধ হওয়ার অবস্থা। টিকে থাকা দায়। ভেতরে যতই ঢোকা হলো ততই তীব্র হলো গন্ধ। পচা গন্ধে টেকা মুশকিল। বাসা, বাড়ি, ড্রেন সবখান থেকেই বাতাসে ভেসে আসছে গন্ধ। উপশহরজুড়ে দুর্গন্ধ এখন নতুন সমস্যা। যারা বাড়ি ফিরছেন, তারা বাসাবাড়ি পরিষ্কার করছেন। রোদে শুকাচ্ছেন ভিজে যাওয়া জিনিসপত্র। সেখান থেকেও আসছে গন্ধ।

স্থানীয় বাসিন্দা আবুল মনসুর মোহাম্মদ ফারুক সেলিম  বলেন, তার বাসার নিচ তলায় ছিল বুক সমান পানি। গতকাল থেকে বাসার নিচতলা ধোয়ামোছার কাজ শুরু করেছেন। আসবাবপত্র ভাসিয়ে নিয়ে গেছে বন্যা। প্রায় সব মালপত্র ভিজে গেছে। আবার বেশির ভাগ ফার্নিচার ভিজে নষ্ট হয়ে গেছে। অনেক কিছু উদ্ধার করা যায়নি। এসব জিনিসপত্র পচে এখন গন্ধ ছড়াচ্ছে। এ দৃশ্য কেবল আমার নয়। গোটা উপশহরের সব মানুষের।

সি ব্লকের ৩৭ নম্বর রোডের বাসিন্দা রাজনীতিবিদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী  জানান, বন্যায় নিচতলা পুরোটাই তছনছ হয়ে গেছে। পানিতে তলিয়ে গিয়েছিল আসবাবপত্র। সবকিছু ভিজে পচে গেছে। পানিতে ভিজে গেছে বইপত্র। নিচতলার সব ভিজে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে কোনো দুঃখ নেই। তার সংগ্রহে অনেক বই, রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন কাগজপত্রসহ বিভিন্ন ডকুমেন্ট ছিল। সেগুলো পানিতে ভেসে গেছে। অনেক নষ্ট হয়ে গেছে। এগুলোর জন্য আফসোস করছেন এমরান চৌধুরী। তিনি বলেন, এখন চার দিক থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এভাবে দুর্গন্ধ থাকলে উপশহরে বসবাস করা দায় হয়ে পড়বে। শুধু উপশহরই নয়, এবারের প্রলয়ঙ্করী বন্যায় নগরের অর্ধেকের বেশি এলাকা পানিতে তলিয়ে গিয়েছিল।

স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ সেলিম  জানান, উপশহরের শতকরা ৯৮ ভাগ বাসার নিচ তলা পানির নিচে তলিয়ে গিয়েছিল। এখনো তিনটি রোডে পানি। গত রোববার থেকে সিটি করপোরেশনের দু’টি গাড়ি পরিষ্কার শুরু করেছে। একটু সময় লাগবে; পরিষ্কার হয়ে গেলে দুর্গন্ধ কমে যাবে। তিনি জানান, ইতোমধ্যে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়েছে; যাদের ময়লা আছে, তারা যেন বাসার সামনে রাখেন। সিটির কর্মীরা সেগুলো পরিষ্কার করবেন। বন্যায় মানুষ ছিলেন এক ধরনের দুর্ভোগে। এখন নতুন করে আরেক ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন বলে কাউন্সিলর সেলিম নিজেই জানালেন।

Back to top button