এক্সক্লুসিভ
ব্রেকিং- সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের মাউন্ট এ্যলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা গেছেন।
স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী বলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু কাছে জানতে চাইলে তিনি বলেন, মনে হচ্ছে তিনি বেঁচে নেই। তার সঙ্গে পরিবারের লোকজন আছে। তবে হাসপাতালের ঘোষণার অপেক্ষায় আছি আমরা।
গত ১৫ জুন এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে উন্নত চিকিৎসার জন্য নির্মল রঞ্জন গুহকে সিঙ্গাপুর নেয়া হয়।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ