বিজ্ঞপ্তি

বিয়ানীবাজারে উপজেলা বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি: বিয়ানীবাজার উপজেলা বিএনপির উদ্যোগে প্রায় ১১ হাজার বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি এড. আহমদ রেজার অর্থায়নে এখানকার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়াও শুকনো খাবার এবং অন্যান্য ত্রাণ সামগ্রীও পৌছে দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিভিন্ন সময়ে এসব ত্রাণ সামগ্রী ও খাবার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন, উপজেলা বি এন পির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন খান জাহেদ, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম তাজুল, কোষাধ্যক্ষ মাহতাবুর রহমান, যুগ্ন সম্পাদক সরওয়ার আলম সুমন, যুগ্ন সম্পাদক জামিল উদ্দিন, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন, বিয়ানীবাজার উপজেলা বি এন পির সহসভাপতি আতাউর রহমান, নাজিম উদ্দীন, কয়েছ আহমেদ, জামাল উদ্দিন, আংমালিক, উপজেলা স্বেচ্ছাসেক দলের সচিব আফজাল হোসেন, সোহেল আহমদ, আবুল কালাম বলাই, মুল্লাপুর ইউনিয়নে বিএনপির সভাপতি মাহতাবুর রহমান, সিনিয়র সহসভাপতি জামিল আহমদ, হারুন আহমদ, মাথিউরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম তাজুল, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান মনিয়া, উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক হাসনুল হক মেম্বার, ফখরুল ইসলাম খান, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মিছবাহ উদ্দিন, কুড়ার বাজার ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আলি আহমদ, সাধারণ সম্পাদক ফয়সল উদ্দিন, উপজেলা বিএনপির ক্রিড়া সম্পাদক মানিক মিয়া, উপজেলা বিএনপির সদস্য জুবের আহমদ, জিয়াউল হক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জুবের আহমদ, শেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম তাজুল, ইকবাল হোসেন, রুহেল আহমদ, তিলপারা ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম সায়েক, সাইফুল ইসলাম খায়রুল, হোসেন আহমদ মেম্বার, কামাল আহমদ, মুহিবুর রহমান প্রমুখ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার আলীনগর ও চারখাই ইউনিয়নে পরবর্তীতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

Back to top button