জৈন্তাসিলেট

জৈন্তাপুরের সারী নদী থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুরে নিখোজের ৩ দিন পর সারী নদী থেকে বিলাল আহমদ (৪৫) নামের এক ব্যাক্তির মৃত দেহ উদ্ধার করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯জুন রবিবার কেনা-কাটা করতে লালাখাল বটরতল বাজারের উদ্দেশ্যে বের হন দিনমজুর বেলাল আহমদ, এর পর আর বাড়ীতে ফিরে আসা হয়নি।

২২ জুন বুধবার সকালে কামরাঙ্গীখেল সরকারী বিদ্যালয় সংলগś সারী নদীতে একটি লাশ ভাসমান অবস্থা দেখতে পায় স্থানীয় লোকজন। এসময় �জন্তাপুর মডেল থানা পুলিশে সংবাদ দিলে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় অনেকেই তাকে বটরতল বাজার থেকে মালামাল ক্রয় করে নৌকা ঘাটের ছাউনি ঘরে বসে থাকতে দেখেছেন, লোকমুখে এরকম আলোচনা শোনা যাচ্ছিল লাশ উদ্ধারের পর।

ধারনা করা হচ্ছে খেয়া ঘাটে নৌকা না পেয়ে তিনি সাতাঁর কেটে সারী নদী পাড়ী দিয়ে বাড়ীতে যাওয়ার চেষ্টা করছিলেন। ানহত বিলাল আহমদ উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের কামরাঙ্গীখেল দক্ষিণ (লালা) গ্রামের বীর মুক্তিযোদ্বা মোঃ মুহিবুর রহমারে ছেলে। তিনি ৫ সন্তনের জনক এবং পেশায় একজন দিনমজুর।

এব্যাপারে �জন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ জানান, নদীর পানিতে ভাসমান অবস্থায় পাওয়া লাশ আমরা উদ্ধার করেছি। এ বিষয়ে �জন্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Back to top button