সিলেট ওসমানীনগরে খাদ্য সামগ্রীর কৃত্রিম সংকট, মুনাফা লুটছেন ব্যবসায়ীরা!

নিউজ ডেস্ক- সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রায় শতাধিক গ্রাম বন্যার পানিতে প্লাবিত। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমন পরিস্থিতিতে উপজেলার এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা খাদ্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরী করছেন।
বন্যাক্রান্ত মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রের দিগুণ মূল্য হাতিয়ে নিচ্ছেন তারা। ফলে পানিবন্দি মানুষের দূর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। তৈরী হচ্ছে অর্থনৈতিক সংকটের। বন্যার কারনে অসহায় মানুষের কাজ নেই। নেই কোন উপার্জন। এমন অবস্থায় খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার ও আশ-পাশ কয়েকটি বাজারের কিছু ব্যবাসায়ী বন্যাকে পূঁজি করে খাদ্য ও নিত্যপয়োজনীয় জিনিস পত্রের কত্রিম সংকট তৈরী করেছেন। বন্যায় প্রয়োজনীয় মোমবাতি, দিয়াশলাই, কেরোসিন, শুকনো খাবারের মূল্য দুই থেকে তিনগুণ বেশি রাখা হচ্ছে। এতে করে বানবাসি মানুষের মধ্যে ব্যক্তি বা সামাজিক সংগঠন ত্রাণ সতায়তায় এগিয়ে আসতে পারছে না। ফলে দুর্ভোগ বাড়ছেতো বাড়ছেই।
এ বিষয়ে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। মঙ্গলবার উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ২৫ টাকা দামের মোমবাতি ৮০ থেকে ১শ টাকা প্যাকেট বিক্রি হচ্ছে, চিড়া বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দামে, মুড়ি ১শ’ থেকে ১১০টাকা, কেরসীন ১শ’ থেকে ১৩০টাকা, দিয়াশলাই ডজন ৩০ টাকা, এলপিজি গ্যাস সিলেন্ডার গত শুক্রবার বিক্রি হয়েছিলো ১৩শ’ টাকা আর মঙ্গলবার বিক্রি হয় ১৫শ’ টাকা, আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে কেজিতে ১০ টাকা
এছাড়া চালের দামও বেড়েছে। মোটা চাল কেজিতে ৫ থেকে ৭ টাকা করে বেড়ে গেছে। একই দোকানে গিয়ে এক সাথে কয়েক পদের পণ্য পাওয়া যাচ্ছে না। ঘুরে ঘুরে কয়েকটি খুঁচরা দোকান থেকে পণ্য ক্রয় করতে হচ্ছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এসব পণ্যের কৃত্রিম সংকট তৈরী করে বেশি মুনাফা হাতিয়ে নিচ্ছেন। সিরাজ মিয়া নামের একজন ক্রেতা জানিয়েছেন, শুক্রবারে গোয়ালাবাজার থেকে ১ কেজি চিড়া ৬০ টাকায় নিলেও মঙ্গলবার কিনছেন ৮০ টাকা দিয়ে। বুধবার চিড়া বা মুড়ি পাওয়া যাবে কি না এ নিয়ে শঙ্কিত অনেকে।
নাম প্রকাশে অনিচ্ছক কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, সিলেট শহর থেকে পণ্য আমদানি করতে না পারায় আর চাহিদা থাকায় একটু দাম বেশি নিচ্ছেন। পণ্য সংকট দেখিয়ে মূল্য বৃদ্ধির বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা রায়হানা। পরে মঙ্গলবার বিকালে উপজেলার কয়েকটি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর পাওয়া গেছে। অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা আইনে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এক প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।