বন্যার পানিতে ভেসে যাওয়া মা-ছেলের লাশ মিলল হাওরে

নিউজ ডেস্ক- সিলেটের জৈন্তাপুরে বন্যার পানিতে চারদিন আগে ভেসে যাওয়া মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঐ উপজেলার ছাতারখাই গ্রামের হাওর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- একই উপজেলার মহালীখলা গ্রামের আজব আলীর স্ত্রী নজমুন নেছা ও তার ছেলে রহমান মিয়া।
জৈন্তাপুর থানার ওসি গোলাম মোহাম্মদ দস্তগির আহমেদ বলেন, গত শনিবার বন্যার পানির তোড়ে মা-ছেলে ভেসে যান। সেই থেকে তারা নিখোঁজ ছিলেন। আজ তাদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন ছেলেকে নিয়ে নজমুন নেছা আমিরাবাদ গ্রামে মেয়ের বাড়ি থেকে মহালীখলা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বন্যার প্রবল স্রোতে ভেসে যান তারা। কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে নিখোঁজের খবর পায়নি পরিবার ও প্রশাসন। মঙ্গলবার সকালে লাশ দুটি ছাতারখাই হাওরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।