হবিগঞ্জ

হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ হুমকিতে, প্রশাসনের মাইকিং

নিউজ ডেস্কঃহবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ; পরিস্থিতি মোকাবিলায় শহরবাসীকে সতর্ক করে মাইকিং করছে জেলা প্রশাসন।সোমবার দুপুর থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

এতে বলা হয়, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি বিপৎসীমার ১২৭ সেন্টিমিটার এবং শহরের মাছুলিয়া পয়েন্টে পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে। তাই যে কোনো পরিস্থিতি মোকাবিলায় শহরবাসীকে সতর্ক থাকতে হবে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরক্তি) মিনহাজ আহমেদ শোভন বলেন, “পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর বৃষ্টি না হলেও রাত পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে। প্রতি ঘন্টায় পানি বৃদ্ধি ১০ সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। এতে শহর রক্ষা বাঁধ ঝুঁকিতে রয়েছে।”

“আমরা সেটি সার্বক্ষণিক মনিটরিং করছি এবং বালুর বস্তা ফেলা হচ্ছে। তবে পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে বাঁধ উপচে শহরে পানি প্রবেশ করার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির জন্য শহরবাসীকে সতর্ক থাকতে হবে।

এদিকে, খোয়াই নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে আছেন।

 

Back to top button