বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পুলিশের খাবার বিতরন

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার থানা পুলিশের উদ্যোগে উপজেলার দুবাগ ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয় । সোমবার দুপুরে আশ্রয় কেন্দ্রে থাকা পরিবারের সদস্যদের মধ্যে খাবার বিতরণ করেন বিয়ানীবাজর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় ও পুলিশের দায়িত্বশীলরা।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারের সদস্যদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছি। তিনি সরকারের পাশাপাশি এলাকার বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।

Back to top button