বিয়ানীবাজার সংবাদ

ত্রাণের জন্য হাহাকারে হাওরাঞ্চলের মানুষ

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতি আগ্রাসী রূপ ধারণ করেছে। লাখ লাখ মানুষ বন্যাকবলিত। অনেকের ঘরবাড়ি পানির নিচে। কোথাও কোথাও মানুষ ঘরের চালে, উঁচু কোনো স্থানে, বন্যা আশ্রয় কেন্দ্রে ও স্কুল কলেজের উচু দালানে গরু-ছাগল নিয়ে আশ্রয় নিয়েছে। খাবার পানির সঙ্কটতো আছেই। এছাড়াও কোনো কোনো জায়গায় মানুষ না খেয়ে দিনাতিপাত করছে। নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ চরমপর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে সিলেট বিভাগের সবকটি জেলা বন্যাকবলিত। এর মধ্যে কয়েকটি জেলা গত ২-৩ দিনে আক্রান্ত হয়েছে। সিলেট বিভাগের ৪ জেলার লাখ লাখ মানুষ গত তিন-চারদিন ধরে বন্যার সঙ্গে লড়ছেন।

জানা গেছে, বন্যাদুর্গত ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি ত্রাণ বরাদ্দের পরিমাণ প্রয়োজনের তুলনায় একবারেই অপ্রতুল। এখন পর্যন্ত বানবাসী মানুষের জন্য ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে ধর্মপাশা উপজেলা প্রশাসন। তবে বেসরকারি ত্রাণ তৎপরতা খুব একটা চোখে পড়েনি। ত্রাণ তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন বিভিন্ন এলাকার বানভাসি মানুষ।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গন্দিরগাঁও কমিউনিটি ক্লিনিকে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষেরা জানান, বানের পানিতে আমাদের ঘরবাড়ি ডোবে গেছে। সেই সাথে ঘরে রাখা ধান চাল পানিতে ভেসে গেছে।যার ফলে আমরা কোনোমতে দিনাতিপাত করছি।যদি আমরা সরকারি উদ্যোগে অথবা বেসরকারি উদ্যোগে কিছু ত্রাণ পাই তাহলে আমরা কিছুটা হলেও উপকৃত হব।

স্থানীয়রা বলছেন, বন্যাকবলিত মানুষের মাঝে যেগুলো দেওয়া হচ্ছে ত্রাণসামগ্রী খুবই অপ্রতুল। ত্রাণের জন্য হাহাকার করছেন লোকজন। কিন্তু কেউই ত্রাণ নিয়ে আসছে না। বসতঘরে পানি থাকায় চুলায় আগুন জ্বালানোর মতো পরিস্থিতি নেই। শিশু খাদ্যেরও তীব্র সংকট রয়েছে।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, আমরা বন্যা আশ্রয় কেন্দ্র গুলোতে চাল বিতরণ করেছি।আজ রান্না করা খিচুড়ি বিতরণ করছি। বানবাসী মানুষের তুলনায় আমাদের ত্রাণের যোগান একেবারেই অপ্রতুল।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, আজকে আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে রান্না করা খিচুরি বিতরণ করছি। শুকনো খাবারের জন্য প্যাকেট প্রস্তুত করা হচ্ছে।

Back to top button