বিয়ানীবাজার সংবাদ

ভুতুড়ে জনপদ সুনামগঞ্জ

নিউজ ডেস্কঃতিন দিন ধরে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টি। ডুবে গেছে জেলার ৯০ শতাংশ এলাকা। তিন দিন ধরে প্রায় পুরো জেলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ফলে বন্ধ রয়েছে মোবাইল ফোনের নেটওয়ার্ক। নেই ইন্টারনেট সেবাও। অনেক বাসায় মোমবাতি আর জ্বালানি তেলের সঙ্কটে জ্বলেনি আলোও। সারা দেশের সঙ্গে নেই কোনো যোগাযোগব্যবস্থা। এর মধ্যে টানা বৃষ্টি ও বজ্রপাত। সন্ধ্যার পর নেমে আসছে রাজ্যের নিস্তব্ধতা। এ যেন এক ভুতুড়ে জনপদ। তিন দিন ধরে এভাবেই মহা এক বিপর্যয়ের মধ্যে সময় পার করছে সুনামগঞ্জের বাসিন্দারা। এমন বিপর্যয় এর আগে দেখেনি কেউ।

মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় স্থানীয় প্রশাসনের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জেলার কিছু জায়গায় মাঝেমধ্যে কথা বলা এবং মেসেজের মাধ্যমে যোগাযোগ করার সুযোগে এসব তথ্য জানা যায়। তারা জানিয়েছে, পানির কারণে অধিকাংশ দোকানপাট বন্ধ। খাবারের মজুদ শেষ হয়ে পড়েছে। নলক‚প পানিতে তলিয়ে যাওয়ায় সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। এ অবস্থায় এখন হাহাকার চলছে।

রোববার থেকে বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগ থেকে মুক্তি মেলার কোনো লক্ষণই আপাতত দেখা যাচ্ছে না। বন্যার্তরা জানান, গত বুধবার থেকে তৃতীয় দফায় বন্যা দেখা দেয়। বর্তমানে জেলার সব উপজেলাই বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। এর মধ্যে সুনামগঞ্জ সদর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার অবস্থা শোচনীয়। এখানে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকার বাসিন্দা আব্দুস সালাম মেসেজের মাধ্যমে জানান, টানা দ্বিতীয়বারের বন্যায় সুনামগঞ্জ পানির নিচে। রোববার সকাল থেকে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছ। তবে রাতে বিদ্যুৎ সংযোগ না থাকায় চুরির উপদ্রব বেড়েই চলছে। সুনামগঞ্জ থেকে সারা দেশে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

পৌর শহরের আলিমবাগ এলাকার বাসিন্দা দিনমজুর এরশাদ মিয়া জানান, ‘আমি দিন মজুরি করে খাই। বন্যার কারণে কাজ বন্ধ। অথচ এখন পর্যন্ত আমাদের কেউ খোঁজ নিল না।’ কয়েকদিন ধরে পানির নিচে থাকায় আমারসহ বন্যা কবলিত এলাকার সব মানুষ কষ্টে আছে।
জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা সমর কান্তি সরকার বলেন, কয়েকদিনের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে আমরা হিমশিম খাচ্ছি। আমার বাসার চারদিকে পানি, কোথাও বের হতে পারছি না। টানা দ্বিতীয়বারের এই বন্যা আমাদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আতিক ফারুকী বলেন, চারদিকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। যার ফলে মানুষ ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছতে পারছে না। এতে করে মানুষ কোনোরকম খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে রান্না করা খিচুরি বিতরণ করছি। শুকনো খাবারের জন্য প্যাকেট প্রস্তুত করা হচ্ছে।

Back to top button